Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কোলকোন্দ ইউনিয়নে আপনাকে স্বাগতম, কোলকোন্দ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের যে কোন সেবা পেতে- WhatsApp-01767511512, Email- milon595@gmail.com, udc5410@gmail.com


শিরোনাম
তিস্তা নদীর উপড় দুইটি গ্রোয়িং বাঁধ
স্থান

উত্তর কোলকোন্দ এবং দক্ষিণ কোলকোন্দ গ্রামে

কিভাবে যাওয়া যায়

গংগাচড়া উপজেলা থেকে অটোরিক্সা, রিক্সা, ভ্যান, বাই সাইকেল, মটর সাইকেল, মাইক্রোবাস ইত্যাদি তে করে কোলকোন্দ গোডাউনের হাট হয়ে যেতে হবে।

যোগাযোগ

রংপুর জেলার গংগাচড়া উপজেলাধীন অত্র ২নং কোলকোন্দ ইউনিয়ন টি নদী কবলিত এলাকা এ ইউনিয়নের যোগাযোগের ব্যবস্থা অতিত সময়ের থেকে বর্তমানে অনেক উন্নত বর্তমানে যোগাযোগের ব্যবস্থা সমূহঃ বাই সাইকেল রিক্সা ভ্যান মাইক্রো মিনি বাস নৌকা অটো-রিক্সা ঘোড়ার গাড়ি গরুর গাড়ি মোটর সাইকেল ইত্যাদি।

বিস্তারিত
 

রংপুর জেলার গংগাচড়া উপজেলাধীন ২নং কোলকোন্দ ইউনিয়নে তিস্তা নদীর ভাঙ্গন রোধের জন্য ২০০১ সালে শহর রক্ষা বাঁধ থেকে ২/৩ কিলোমিটার অন্তর দুইটি গ্রোয়িং বাঁধ নির্মিত হয়। সেখানে বর্তমানে অনেক মানুষ বেড়াতে আসে এবং বর্ষা মৌসুমে নদীর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য বিভিন্ন এলাকা থেকে অনেক দূর দুরত্ব থেকে অনেক দর্শনার্থী নদীর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন।আবার অনেকে সেখানে পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠান করেন। বর্তমানে গ্রোয়িং বাধঁ দুটি পিকনিক স্পটে পরিনিত হয়েছে।