চিলাখাল,মটুকপুর, বিনবিনা, উত্তর কোলকোন্দ, দক্ষিন কোলকোন্দ, কুড়িবিশ্বা, আলেকিসামত গ্রামে
গংগাচড়া উপজেলা থেকে অটোরিক্সা, রিক্সা, ভ্যান, বাই সাইকেল, মটর সাইকেল, মাইক্রোবাস ইত্যাদি তে করে কোলকোন্দ গোডাউনের হাট হয়ে যেতে হবে। অথবা গংগাচড়া উপজেলা থেকে অটোরিক্সা, রিক্সা, ভ্যান, বাই সাইকেল, মটর সাইকেল, মাইক্রোবাস ইত্যাদি তে করে কোলকোন্দ মরিয়ম ছিল্লানীর বাজার হয়ে উত্তর কোলকোন্দ এর মধ্য দিয়ে যেতে হবে।
রংপুর জেলার গংগাচড়া উপজেলাধীন অত্র ২নং কোলকোন্দ ইউনিয়ন টি নদী কবলিত এলাকা এ ইউনিয়নের যোগাযোগের ব্যবস্থা অতিত সময়ের থেকে বর্তমানে অনেক উন্নত বর্তমানে যোগাযোগের ব্যবস্থা সমূহঃ বাই সাইকেল , রিক্সা , ভ্যান , মাইক্রো , মিনি বাস , নৌকা , অটো-রিক্সা , ঘোড়ার গাড়ি , গরুর গাড়ি , মোটর সাইকেল ইত্যাদি।
রংপুর জেলার গংগাচড়া উপজেলার ২নং কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল, মটুকপুর থেকে শুরু হয়ে বিনবিনা মৌজার নারিকেল তলায় শেষ হয়েছে। কোলকোন্দ ইউনিয়নের তিস্তা নদী তীরবর্তী মৌজা সমূহ-চিলাখাল,মটুকপুর, বিনবিনা, উত্তর কোলকোন্দ, দক্ষিন কোলকোন্দ, কুড়িবিশ্বা, আলেকিসামত । তিস্তা নদীর কোল ঘেষেই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন অবস্থিত। বর্ষা মৌসুমে তিস্তার রুপ দেখতে অনেক সুন্দর বহমান এই ঐতিহ্যবাহী তিস্তা নদীর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস