মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব আহমেদ ওয়াজেদ মহোদয় আগামী ১২ এপ্রিল ২০১৮ তারিখ বিকাল ৪.০০ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে ৩৩৩ এর শুভ উদ্বোধন করবেন। উক্ত অনুষ্ঠানটি ২নং কোলকোন্দ ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যাক্তার মাধ্যমে বিটিভি অথবা ফেসবুক লাইভে মাল্টিমিডিয়া প্রজেক্টরে জনসাধারণকে দেখানো হবে। উক্ত অনুষ্ঠানটি উপভোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
স্থানঃ ২নং কোলকোন্দ ইউনিয়ন পরিষদ চত্তর ।
সময় বিকাল ৪.০০ ঘটিকা হতে।
১। নামঃ ৩৩৩
২। শর্ট কোডঃ 333 (যে কোন মোবাইল হতে)
৩। লং কোডঃ 09666789333 ( টেলিফোন ও বিদেশ হতে)
৪। কল চার্জঃ ৬০ পয়সা / মিনিট
৫। অপারেশনঃ ২৪X৭ এবং ১X৩৬৫
৬। উদ্দেশ্যঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস