Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

কোলকোন্দ ইউনিয়নের ইতিহাস

ক্ষুধা-দারিদ্র্য মুক্ত এলাকার দৃষ্টান্ত স্থাপন করা কোলকোন্দ ইউনিয়ন পরিষদের মূল উন্নয়ন লক্ষ্য । এ লক্ষ্যে এখানে তৃণমুল পর্যায়ের নারী-পুরুষকে সম্পৃক্ত করে স্বেচ্ছাব্রতী আন্দোলন গড়ে উঠছে । পরিচালিত হচ্ছে নানা উন্নয়ন উদ্যোগ । গতানুগতিক ধারায় নয়, বরং গনকেন্দ্রীক উন্নয়ন ধারায় ইউনিয়ন পরিষদ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। বিগত বছরগুলোর মতো এবারও পরিষদ উন্মুক্ত পরিসরে বাজেট ঘোষনার আয়োজন করেছেন। বাজেট শুধু আয়-ব্যয়ের আর্থিক বিবরণী নয় । এটি জনগণের  কাছে পরিষদের দায়বদ্ধতায় দলিলও বছে । এর মধ্যে দিয়ে জনগণের উন্নয়ন আকাখ্ঙারও প্রতিফলন ঘটে। তাই যে কোন ইউনিয়ন পরিষদের জন্য বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ন দলি। বাজেটে খাত ওয়ারী বরাদ্দ, অগ্রাধিকার প্রাপ্ত খাতসমুহ, বরাদেরদ পরিমাণগত ও গুণগত ব্যবহার ইত্যাদি জানা প্রতিটি নাগরিকের দায়িত্ব ।